Where Aesthetics Meet Spirituality!
upc-1 Cover

“উম্মাহ পয়েন্ট” থেকে অফিশিয়াল ডিসক্লেইমার

১। উম্মাহ পয়েন্ট একটি সম্পূর্ণ অরাজনৈতিক প্রতিষ্ঠান। এটি কোনো দল, গোষ্ঠী বা সংগঠন কোনো কিছুর সাথে যুক্ত না। শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ব্যবসার পাশাপাশি সমাজে ছড়িয়ে থাকা নানা সমস্যা নিয়ে আমরা কাজ করি।

২। আমরা শুধু অনলাইন প্রচারক এবং পরিবেশক। পাশাপাশি হালাল পণ্যের অনলাইন ফেরিওয়ালা।

৩। দাওয়াহমুলক কাজে আমরা কোনো আর্থিক ফায়দা গ্রহণ করি না। লিফলেটের কাজের জন্য কোনো ধরনের ক্রাউডফান্ডিং/ফান্ড রাইজিং (টাকা সংগ্রহ) এর সাথে আমরা যুক্ত না।

৪। উম্মাহ পয়েন্ট টিম কোন ব্যক্তি বা সংগঠন থেকে অর্থ সংগ্রহ করে না। কাউকে অর্থ প্রদানও করে না।

৫। উম্মাহ পয়েন্ট অফিশিয়াল ফেসবুক পেজ, ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল ব্যতিত অন্য প্রতিষ্ঠানের বক্তব্য/কার্যক্রম থেকে উম্মাহ পয়েন্ট সম্পূর্ণ দায়মুক্ত।

৬। আমাদের অফিশিয়াল পেইজ, ব্লগ, বই ও অফিসিয়াল লিফলেটে নিজস্ব যে কন্টেন্ট (আর্টিকেল, ছবি, ভিডিও, অডিও, স্লাইড) আছে সেসবের প্রতি আমরা সম্পূর্ণ দায়বদ্ধ। এর বাইরে কেউ আমাদের নাম ব্যবহার করে ভিন্ন কোন কন্টেন্ট প্রকাশ বা প্রচার করলে আমরা এর দায়ভার নিবো না।

৭। কেবলমাত্র উম্মাহ পয়েন্টের অফিশিয়াল ফেইসবুক পেইজ, ওয়েবসাইট কিংবা ইউটিউব চ্যানেলের বক্তব্য উম্মাহ পয়েন্টের নিজস্ব ও অফিশিয়াল বক্তব্য হিসাবে গণ্য হবে। অন্য কোন বক্তব্য, ও কর্মকান্ডের দায় উম্মাহ পয়েন্ট গ্রহণ করবে না।

৮। অফলাইনে প্রচারে আমাদের টিম সম্পৃক্ত নয়। অফলাইন কাজের জন্য আমাদের আলাদা টিম ‘সন্ধি’ রয়েছে আলহামদুলিল্লাহ।

৯। কোন ধরনের মানসিক/শারীরিক হয়রানী, চাঁদাবাজি, ফ্রি-মিক্সিং, অশ্লীলতা, প্রতারণা, কপটতা, অপরাধ আমরা সমর্থন বা প্রচার করি না। তাই, ‘Ummah Point’ / ‘সন্ধি’ বা অনুরূপ নাম বা আমাদের কন্টেন্ট ব্যাবহার করে কেউ হয়রানি, চাঁদাবাজি, প্রতারণা বা অপকর্ম করার চেষ্টা করলে এই অপরাধের দায়ভার শুধুমাত্র তাদের।

১০। আমরা মুসলিম। আমাদের কন্টেন্টে কোরআন-সুন্নাহ-সীরাহ সর্বোপরি ইসলামের কথা প্রত্যক্ষ/ পরোক্ষ ভাবে আসে ও আসবে ইন শা আল্লাহ্‌। এক্ষেত্রে আমরা সর্বদা অথেন্টিক সোর্স থেকে রেফারেন্স নেয়ার চেষ্টা করি। আমাদের কোন কন্টেন্ট নিয়ে কারো উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা রটনা বা বিতর্কিত মন্তব্য কাম্য নয়। এছাড়া আমাদের কোন কন্টেন্টের সাথে কোন নির্দিষ্ট ব্যক্তি বা দলের মিল খুঁজে পেলে তা একান্তই কাকতালীয়। আমরা এর দায়ভার নিবো না।

___

#ummahpointbd

#fight_against_filth

#সন্ধি

Leave a Reply

Shopping cart

0
image/svg+xml

No products in the cart.

Continue Shopping