এমন হতেই পারে আপনার শখের ঘরটি ছোট। আপনার বেশি জায়গার বিলাসিতা তাই নেই। কিন্তু তাতে কি? ছোট ঘরের সাজ কি হবে না? নিশ্চয়ই হবে। হয়তো ভাবছেন, ছোট ঘরে তো জায়গাই নেই সেখানে কিভাবে আবার সাজসজ্জার কথা আসে? ছোট ঘরের প্রধান চরিত্র হল স্টাইল ও ফাংশনালিটি। কিভাবে? পড়তে থাকুন জেনে যাবেন। ছোট ঘরের বেশিরভাগ সমস্যাই এটা যে বেডরুম থাকে একটি কিংবা দুটি। কোথাও কোথাও বেডরুমের সংখ্যা বেশি হলেও তা হয়ে থাকে বেশ ছোট। সেখানে সঠিক ভাবে ঘরের স্পেসিং করা এবং সব আসবাবের জায়গা করে নেয়াটা ভীষণ জরুরী। পরিকল্পিতভাবে এগুলো করতে পারলেই আপনার ছোট ঘরই দেখাবে পরিপাটি এবং খোলামেলা। চলুন আরও জানা যাক, ছোট ঘরের সাজ সম্বন্ধে।
মাল্টিপার্পাস করুন
যেহেতু, আপনার ছোট অ্যাপার্টমেন্ট। আপনি একটু বুদ্ধি খাঁটিয়ে নিলেই কিন্তু, যেকোন জায়গাকে মাল্টিপার্পাজ ওয়েতে ব্যবহার করতে পারবেন। একটাই বেডরুম রয়েছে আপনার অ্যাপার্টমেন্টে ? ভাবনার কিছু নেই। ঘরের এক পাশে বানিয়ে ফেলুন আপনার পড়ার জায়গা। দেয়ালে গেঁথে নিন কাঠের শেলফ। সাজিয়ে রাখুন পছন্দের সব বই। বুক শেলফ রাখা দেয়ালের নিচেই রেখে দিন চেয়ার কিংবা বেঞ্চ। শোবার ঘর কিন্তু এখন বসার ঘরও হয়ে গেল। যদি কিছুটা প্রাইভেসি চান তবে, টাঙিয়ে নিতে পারেন পর্দা। নিমিষেই একটি ঘরের ভেতর হয়ে উঠবে আর একটি ঘর। মাল্টিপার্পাজ ঘর একেই বলে। জায়গা যেহেতু কম, যথাযথ প্ল্যানিং এবং নিখুঁত এগজিকিউশনের মাধ্যমে যেকোন ছোট ঘরের সাজ ও চেহারা বদল করা সম্ভব।